নিজস্ব প্রতিনিধি >> ফেনীতে গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় পৌর যুবলীগের তিন নেতাকে অব্যাহতি দেয়া হয়। গতকাল বুধবার অনুষ্ঠিত এক জরুরী সভায় েএ সিদ্ধান্ত নেয়া হয়।
পৌর যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম ভূঞা, যুগ্ন-আহবায়ক ইকবাল হোসেন বাবলু, গাজী খালেদ ইমাম জুয়েল ও তৌহিদুর রহমান হানিফ যৌথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তিন নেতাকে বহিস্কারের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন।
অব্যাহতি প্রাপ্তরা হলো- ফেনী পৌরসভার ৫নং যুবলীগের সভাপতি সরওয়ার হোসেন, ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফকির আহম্মদ ও ১২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রাজু।
তাদের স্থলে ৫নং ওয়ার্ডে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বর্তমান সহ-সভাপতি কাজী ওয়াজেদ, ৬নং ওয়ার্ডে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি ও ১২ নং ওয়ার্ডে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান যুগ্ন-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনকে দায়িত্ব দেয়া হয় বলে একই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফেনী পৌরযুবলীগের যুগ্ন-আহবায়ক ইকবাল হোসেন বাবলু পৌর যুবলীগের তিনটি ওয়ার্ডে তিন নেতাকে অব্যাহতি ও তদস্থলে ভারপ্রাপ্ত তিনজনকে দায়িত্ব দেয়ার সত্যতা নিশ্চিত করেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত