পরশুরামে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও খাল খননে
পরশুরামবাসীর করণীয় বিষয়ক সেমিনার
পরশুরাম সংবাদদাতা ঃ
পরশুরাম উপজেলায় বন্যা, নদীভাঙন ও পানি নিষ্কাশন সমস্যার স্থাায়ী সমাধানের লক্ষ্যে “ফেনী বাঁধ নির্মাণ ও খাল সংরক্ষণ পরিষদের” উদ্যোগে এবং পরশুরাম স্বেচ্ছাসেবী পরিবারের সার্বিক সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়েছে। শনিবার (৯ আগষ্ট) সকালে পরশুরাম অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে মিশন হেল্প ফাউন্ডেশন এর সভাপতি ইমাম হোসেন (সজীব) এর সঞ্চালনায় সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয়ে ছিল “বন্যা প্রতিরোধে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর টেকসই বাঁধ নির্মাণ ও খাল খননে পরশুরামবাসীর ভূমিকা ও সরকারের করণীয়”।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহিব্বুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও পরীক্ষক ওমর কাদির, ফেনী বাঁধ নির্মাণ ও খাল সংরক্ষণ পরিষদ, নির্বাহী পরিচালক, সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট (সিজিডির) আহবায়ক সাইদুল ইসলাম। জনতার অধিকার পার্টি (পিআরপির) চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, গাজী হাবিবউল্লাহ মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম মিলন, উপজেলা বিএনপি'র আহবায়ক আব্দুল হালিম মানিক।
২০২৪ ও ২৫ এর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণসহ পুনর্বাসনের উদ্যোগ ও জনকল্যাণের সহযোগিতায় বিভিন্ন প্রকার অবদান রাখার পরশুরাম প্রেসক্লাব সহ ২৬ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিাত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক, পরিবেশবিদ, স্বেচ্ছাসেবক, সুশীল সমাজের প্রতিনিধি, বন্যায় ভুক্তভোগী, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত