ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর প্রচেষ্টা
পরশুরামে ৬২ পরিবার পেল খাদ্য উপহার
সংবাদদাতা :
ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর পক্ষ থেকে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের বন্যা আক্রান্ত ৬২ পরিবারের জন্য খাদ্য উপহার দেয়া হয়েছে। শনিবার দুপুরে পশ্চিম অলকা এলাকার ৪০ পরিবারের জন্য খাদ্য প্যাকেট হস্তান্তর কালে উপস্থিত ছিলেন এখন টিভির সাংবাদিক সোলায়মান হাজারী ডালিম, ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি, তথ্য ও গবেষণা সম্পাদক নিশাদ আদনান, সদস্য আসাদুজ্জামান দারা ও সাংবাদিক এম কাউসার। এসব প্যাকেট পৌঁছে দেন পশ্চিম অলকার জসিম উদ্দিন, মাসুম ও মাহফুজ।
এর আগে ধনিকুন্ডা ধোপা বাড়িতে ২২ পরিবারের জন্য খাদ্য প্যাকেট দেয়ার সময় উপস্থিত ছিলেন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সভাপতি ফয়জুল হক বাপ্পী, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাংবাদিক মাসুদ রানা। ঐ এলাকায় উপহার হস্তান্তর করেন নির্মল দাস ও পরিমল দাস।
প্রসঙ্গত গত এক মাসে ফুলগাজী ও পরশুরামের কয়েকটি বন্যা আক্রান্ত এলাকায় রান্না করা খাবার বিতরণ, এতিমখানায় শিশুদের জন্য খাবার ও উপহার বিতরণ এবং খাদ্য প্যাকেট বিলি সহ চারটি পৃথক কর্মসূচি পালন করা হয়।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত