ফেনীতে নতুন কমিটির পরিচিতি ও
শিক্ষার মানোন্নয়নে সভা
হকার্স রিপোর্ট :
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফেনী সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা গতকাল শনিবার ২ আগস্ট মিডটাউন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্যাহ মানিক। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, জেলা জামায়াতে ইসলামীর প্রচার মিডিয়া বিষয়ক সম্পাদক আ ন ম আবদুর রহিম ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শামসুল হক চৌধুরী।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ফেনী জেলা কমিটির আহবায়ক শাহানা আমিন এর সভাপতিত্বে ও ফেনী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজাহান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ফেনী সদর উপজেলা শাখার সাবেক সভাপতি কাজী ওয়াজী উল্যাহ জেলা কমিটির যুগ্ম আহবায়ক মানিক চন্দ্র শীল, সদর উপজেলা কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা মুন্নী,ক্রীড়া সম্পাদক কামাল হোসেন সোহাগ,মিডিয়া সম্পাদক কিশোর চক্রবর্তী ও সহ সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক শরীফ মনসুর আহমেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, সদর উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন এম এ, কাবুল হোসেন কাবুল মেম্বার, পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীকে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, জেলা তাঁতীদলের সভাপতি সরওয?ার জাহান শ্রাবণ ও জেলা যুবদলের সদস্য শামীম আনসারীসহ বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা। এসময় নবগঠিত কমিটির সকলকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে।
বক্তারা বলেন, শুধু পাঠ্য বইয়ের নই, নৈতিক শিক্ষার মানোন্নয়ন করতে হবে। এই জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরা যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত