সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে
পরশুরাম প্রেস ক্লাবের মানববন্ধন ও কলম বিরতি
মোঃ জয়নুল আবদীন (পরশুরাম সংবাদদাতা) :
ফেনীর পরশুরাম প্রেস ক্লাবের আয়োজনে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে মানববন্ধন ও কলম বিরতি পালন করেছে কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) দুপুরে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন সময় টিভির স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, এখন টিভির ফেনী প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন মজুমদার।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনকালে তাকে প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে খুন করা হয়।
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানার সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন-পরশুরাম প্রেস ক্লাবের সহ-সভাপতি সবীর আহমেদ ফোরকান, সাধারণ সম্পাদক মো মহি উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক আবুল খায়ের লিটন, মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজীব, উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি শাহিদুল আফছার, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি গাজী ইউছুফ বাপ্পি প্রমুখ।
বক্তারা বলেন-সাংবাদিকদের মাধ্যমে সমাজের অন্যায়- অনিয়ম প্রকাশ পায়। সাংবাদিক তুহিন সে দায়িত্ব পালন করেছে। তাকে প্রকাশ্যে খুন করা হয়েছে। এ ধরণের নির্মম হত্যাকান্ড স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করেছে। তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার, তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের দাবি জানান বক্তারা। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবি, স্বেচ্ছাসেবক, ব্যবসায়ী, শিক্ষক, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত