ফেনীর মহিপালে ১২ জুলাই শুক্রবার বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র্যাব-৭ এর সদস্যরা। এ ঘটনায় আটক দুই মাদক ব্যবসায়ী ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
ফেনীস্থ র্যাব-৭ ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর মহিপালস্থ খায়ের রেস্তোঁরা এন্ড কাবাব হাউস এর সামনে অভিযান চালিয়ে ১ হাজার ৫শ ৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৮৩ হাজার টাকা। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে মাদক কারবারী মো. গোলাম রাব্বানী (৩৮) ও মো. সানাউল সাকিদার নামে দুইজনকে আটক করে।
এছাড়া মাদক পরিবহনের দায়ে জব্দ করেছে কাভার্ড ভ্যান। (ঢাকা মেট্টো-ট ২২-৫৫৫১)। আটককৃত মাদক চোরা কারবারিরা জানান, দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কাভার্ড ভ্যানের মাধ্যমে মালামাল পরিবহনের আড়ালে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচার করে আসছে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত