ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
সংবাদদাতা :
ফেনীতে টেকসই বাঁধ নির্মাণ ও সংরক্ষণ পরিষদের উদ্যোগে শনিবার (১২ জুলাই) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক সমন্বয়ক ওমর ফারুক শুভর সঞ্চালনায় ও বিশিষ্ট সাংবাদিক, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আব্দুর রহীমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম, আব্দুর রহিম, এ বি পার্টির কেন্দ্রীয় নেতা শাহ আলম বাদল, খেলাফত মজলিসের জেলা সহ সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মোর্শেদ, সাংবাদিক জসীমউদ্দীন ফরায়েজী, জেলা ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ ইসমাইল, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন পাটোয়ারী, এনসিপির কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান রিজভি,জামাল উদ্দিন, এনামুল হক প্রমুখ।
বক্তাগণ ফেনীর নদী সমূহের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টেকসই নির্মাণের দাবী জানিয়ে বলেন, যেনতেন প্রকারে বাঁধ দিয়ে কোটি কোটি টাকা হরিলুট করবেন তা আর ফেনীর মানুষ করতে দিবেনা। তাঁরা বলেন, প্রতিবছর আমরা বন্যার পানিতে ডুবে মরব আর আপনারা এসি রুমে বসে চোরা টাকার ভাগ বাটোয়ারা করবেন তা চলতে দেয়া হবে না। এটা আমাদের জীবন মরণের প্রশ্ন। আমরা মরলে ঘুষখোর অসাধু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়েই মরবো। তারা পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের বাদ দিয়ে সেনাবাহিনীকে দিয়ে অথবা বিদেশী কোম্পানিকে দিয়ে বাঁধগুলো স্থায়ীভাবে নির্মাণের জোর দাবী জানান।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত