টেকসই বাঁধনির্মাণের দাবিতে ছাগলনাইয়ায় মানববন্ধন
গড়িমশিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
সংবাদদাতা :
ফেনীর বন্যা নিয়ন্ত্রণে অতিসত্বর টেকসই বাঁধ নির্মাণের দাবিতে পানি উন্নয়ন বোর্ড অভিমূখে লংমার্চ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের মত কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়েছে। রবিবার (১৩ জুলাই) ছাগলনাইয়া সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
ছাগলনাইয়া পৌরশহরের জিরো পয়েন্টে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্লাটফর্মের সংগঠক স্বেচ্ছাসেবী লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকার মাহবুবুর রহমান, সমাজকর্মী সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক শরীফুল ইসলাম শিশির, ছাগলনাইয়া উপজেলা মডেল মসজিদের খতীব মুনজুরুল মাওলা, স্বেচ্ছাসেবক জিয়াউল হক বাবলু, আনোয়ার মজুমদার, ছাত্র প্রতিনিধি রবিউল হক রবি, আসাদুল্লাহ তুহিন, রাব্বিসহ বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।
সমাজকর্মী এমদাদুল হক এর সঞ্চালনায় বক্তারা বলেন, ফেনীর মানুষ ত্রাণের ভিখারী নয় তাঁরা স্থায়ী সমাধান চায়। ফেনীর লক্ষ প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে রেমিটেন্সের মাধ্যমে অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছে। কিন্তু এই সরকার ২৪ এর বন্যার পর বিগত ১ বছর পেরিয়ে গেলেও কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। যার ফলশ্রæতিতে এইবারও উজানের পানি প্রবেশ করে বন্যার সৃষ্টি হয়।
মানববন্ধনে নারী-শিশু-বৃদ্ধসহ সকল শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে নিম্নোক্ত ৫টি দাবি করা হয়। ১. অবিলম্বে বল্লামুখা বাঁধ পুনঃনির্মাণ করে স্থায়ী বন্যা প্রতিরোধ নিশ্চিত করতে হবে। ২. বাঁধ ও পানি নিষ্কাশন কার্যক্রমের দুর্নীতি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ৩. দ্রæততম সময়ের মধ্যে শহর ও পৌরসভাগুলোতে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪. ড্রেনেজ সিস্টেম সংস্কার ও রক্ষণাবেক্ষণকে অগ্রাধিকার দিতে হবে। ৫. নগর উন্নয়নের নামে যত্রতত্র নির্মাণকাজ ও বর্জ্য ফেলা বন্ধ এবং প্রশাসনিক তদারকি জোরদার করতে হবে।
ছাগলনাইয়া সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র-জনতা প্লাটফর্মের মুখপাত্র এমদাদুল হক জানান, এই প্লাটফর্মটি ছাগলনাইয়ার প্রায় অর্ধশতাধিক সামাজিক সংগঠন নিয়ে গঠিত। যা ছাগলনাইয়াবাসীসহ দেশের যেকোনো অঞ্চলে মানবিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে।‘
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত