ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের প্রচেষ্টা
ফুলগাজীতে ৫০০ প্যাকেট খিচুড়ি বিতরণ
সংবাদদাতা :
ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর পক্ষ থেকে রবিবার (১৩ জুলাই) দুপুরে ফুলগাজীর বিভিন্ন এলাকায় ৫০০ প্যাকেট চিকেন খিচুড়ি বিতরণ করা হয়। এদিন উপজেলার মুন্সীরহাট ও ফুলগাজীর পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় আটকে পড়া বানভাসি মানুষের মধ্যে খাবার বিলি করেন সাংবাদিক সোলায়মান হাজারী ডালিম, দুলাল তালুকদার, ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সহ সভাপতি মহিম উদ্দিন পৃথিবী, সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি, সদস্য আসাদুজ্জামান দারা, তথ্য ও গবেষণা সম্পাদক নিশাদ আদনান। আলোকিত বøাড ডোনার ক্লাব ফুলগাজীর সংগঠক তারেক জামিল, ইব্রাহিম হাসান আরিফ, স্থানীয় পরিবর্তন-মানুষের কল্যাণে সংগঠনের সাজিম ফিরোজের নেতৃত্বে ৪০ জন স্বেচ্ছাসেবী কর্মী খাবার বিতরণে সহায়তা করেন। ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবারের নুরুল আমিন সজীব, আবদুল্লাহ আল আবিদসহ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী সংগঠক পুরো কর্মসূচিতে সহায়তা করেন। এর আগে খাবার তৈরি ও বিতরণ সহ কর্মসূচি সমন্বয় করেন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর উপদেষ্টা জালাল উদ্দিন বাবলু, সভাপতি ফয়জুল হক বাপ্পী ও সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি জানান, বিভিন্ন গ্রামে বহু পরিবার এখনো পানিবন্দি। তাই আমরা প্রাথমিকভাবে ৫০০ প্যাকেট রান্না করা খাবার দিয়েছি। দ্বিতীয় ধাপে আমরা খাদ্যের প্যাকেট নিয়ে আসব।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত