ফেনীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফেনী সেন্ট্রাল হ্ইা স্কুলের প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন অনুষ্ঠান আগামীকাল ৯ মার্চ শনিবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। সকাল ৮ টায় স্কুল আঙ্গিনা থেকে বর্ণাঢ্য র্যালী ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, ফেনীর পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার পিপিএম, ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ভূঞা, ফেনী জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্যাহ, ফেনী সেন্ট্রাল হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি নুরুল করিম মজুমদার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার।
উদযাপন কমিটির আহবায়ক কাউন্সিলর সাইফুর রহমান জানান,অনুষ্ঠানকে ঘিরে আলোচনা সভা ছাড়াও মধ্যহ্নভোজ, স্মৃতিচারণ অনুষ্ঠান হবে। বিকালে দেশ বরেণ্য ব্যান্ড ‘শিরোনামহীন’ সহ স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। র্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। অনুষ্ঠানে বিভিন্ন জন প্রতিনিধি,প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বরেণ্য শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন। মিলন মেলায় বিদ্যালয় প্রাক্তন ও বর্তমান প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নিবেন
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত