ফেনীতে মাদকবিরোধী অভিযান
চার ব্যক্তিকে কারাদন্ড
সংবাদদাতা :
ফেনীতে মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৭ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে ফনী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার ও ফারাজ হাবীব খান এর নেতৃত্বে ফেনী রেলওয়ে স্টেশন সংলগ্ন স্টেশন কলোনী, ব্রাহ্মণ পুকুর পাড়, সহদেবপুর ও মৌলভীবাজার রেলক্রসিং এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৪ জন আসামীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতারকৃত আসামীদেরকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মোবাইল কোর্ট এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।
সোনাগাজীর ফয়েজ আহাম্মদ (২০), নোয়াখালীর মোঃ সাকিব (২৬), চট্টগ্রামের নয়ন চন্দ্র দে (২৯) ও গাইবান্ধার মেহেদী হাসান (৪৭) কে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত