বিভক্তি সাংবাদিকদের কল্যাণে বড় বাধা বলে মন্তব্য করেছেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট(এডিএম) পি কে এম এনামুল করিম। ২১ মে সোমবার ফেনীর একটি চাইনিজ রেস্টুরেন্টে নিউজ প্রোর্টাল ফেনীর তালাশ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন । তিনি আরো বলেন, সাংবাদিক কল্যাণে ঐক্যের বিকল্প নেই, ফেনীর সাংবাদিকদের উচিত এক হয়ে কাজ করা । ফেনীর তালাশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ফেনীর তালাশ সব সাংবাদিককে এক ছাদের নিছে নিয়ে এসেছে । আশা করছি সবাই এবার এক ছায়াতলে আসবেন । ফেনী প্রেস কাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক হকার্সের সম্পাদক ও প্রকাশক নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে ফেনীর তালাশ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বি মনির, ফেনী সরকারী কলেজের সরকারী অধ্যাপক ( বোটানি) মোশারফ হোসেন মিলন, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পদক মাহবুবুল হক লিটন ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলা শাখার সভাপতি ড. মো: কাজী ইস্ররাফিল প্রমুখ । শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনীর তালাশের স¤পাদক জাকের শাহেদ বুলেট । ফেনীর তালাশের নির্বাহী স¤পাদক সৌরভ পাটোয়ারীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা, পাঁছগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ধর্মপুর ইউপি চেয়ারম্যান সাহাদাত হোসেন সাকা, সাংবাদিক আবু তাহের ভূঁঞা, বখতিয়ার ইসলাম মুন্না, কামাল উদ্দীন ভূঞা, রবিউল হক রবি, নজরুল ইসলাম রঞ্জু, শওকত মাহম্মুদ, নাজমুল হক শামীম, এন এন জীবন, মহিবুল্লাহ ফরহাদ, শাহজালাল ভূঞা, আতিয়ার হাওলাদার সজল, জহিরুল হক মিলু, আর এম আরিফুর রহমান, মাইনুল ইসলাম রাসেল , মোস্তফা কামাল বুলবুল, নজির আহম্মেদ রতন। শাবিহ মাহম্মুদ, আমজাদুর রহমান রুবেল, শেখ আশিকুন্নবী সজিব, রাশেদুল হাসান, নুরুল্লাহ কায়সার, আবদুল্লাহ আল মামুন, জুলহাস তালুকদার, মীর হোসেন রাসেল ও সৈয়দ মো. সায়েম । এছাড়া ফেনী সরকারী কলেজ ৯৫ ব্যাচ বন্ধু, নুর উদ্দীন, মোশারফ রিপন, আবু জোবায়ের মুন্না, কামাল উদ্দীন, সাহাদাত হোসেন মামুন, সাত্তার লিটন, করীম হাজারী, মজনু, মাসুদ, শামিম, মোস্তফা দুলাল, সহিদ, জাহাঙ্গীর, নাসির, বক্করসহ প্রায় ৩০/৩৫ বন্ধু |
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত