নিজস্ব প্রতিনিধি>>বড় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং অপরিকল্পিতভাবে বাঁধ দিয়ে মাছের ঘের তৈরীর কারণে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চারটি গ্রাম নদী গর্ভে বিলিন হতে চলেছে। শনিবার দুপুরে ইউনিয়নের চর কৃষ্ণজয় (গুচ্চগ্রাম) গ্রামে হাজারো নারী পুরুষ ও স্কুলের শিক্ষার্থী তাদের ঘর-বাড়ি, ফসলী জমি, মসজিদ ও শিক্ষা প্রতিষ্টান রক্ষায় সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সাহায্য চেয়ে মানববনদ্ধন করেছে।
স্থানীয় জনগণ জানান, মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং নদীর মাঝখানে অপরিকল্পিতভাবে বাঁধ দিয়ে মৎস্য চাষ করা হচ্ছে। এতে পানির গতিপ্রবাহ বাধার সম্মূখীন হয়ে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙ্গনের মুখে পড়ছে সোনাগাজী এলাকার নদী পাশের গ্রামগুলো। ইতোমধ্যে এলাকার প্রায় ৭০টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে।
এলাকাবাসী জানান, ভাঙ্গনের কবলে সোনাগাজী উপজেলার ৮নং আমিরাবাদ ইউনিয়নের পূর্ব চর কৃষ্ণজয় (গুচ্চগ্রাম), চরলামছি ডুব্বা, পূর্ব সোনাপুর ও বাদামতলী গ্রামের ঘর-বাড়ী এবং শতশত একর ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেন, কর্তৃপক্ষ এখনই যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে ঘর-বাড়ী এবং ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে উক্ত এলাকার বসিন্দগণ নি:শ্ব বাস্তুহারা হয়ে যাবে। সংস্লিষ্ট কর্তৃপক্ষ এই এলাকায় বেড়ী বাঁধ নির্মাণসহ কার্যকর পদক্ষেপ গ্রহণে এলাকার জনগণ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিনহাজুর রহমান জানান, একদিকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, অপরদিকে চট্টগ্রামের মিরসরাই এলাকার লোকজন নদীতে বাঁধ দিয়ে মাছের ঘের তৈরী করে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ রুদ্ধ করে দিচ্ছে। এতে ভাঙ্গনের কবলে পড়ছে বড় ফেনী নদীর সোনাগাজী অংশের গ্রামগুলো।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত