অপু বিশ্বাসকে ‘বাংলা চলচ্চিত্রের রাণী’ উল্লেখ করে মঙ্গলবার ফেসবুক স্ট্যাটাসে দেন পরী মনি। এবার ঠিক একই কথা বললেন আরেক নায়িকা মিষ্টি জান্নাত। পাশাপাশি আশা প্রকাশ করলেন, অপুর নতুন ছবি সবাই দেখবেন।
‘লাভ স্টেশন’ সিনেমার এ নায়িকা লেখেন, “পরী ঠিকই বলেছে ‘অপু দি’ চলচ্চিত্রের রাণী। সে চলচ্চিত্র ছেড়ে চলে যায়নি শুধু একটু ব্রেক নিয়েছিল। যখন চলচ্চিত্রের দুরাবস্থা ছিল তখন তিনিই টিকিয়ে রেখেছিলেন নায়িকা হিসেবে। তার সম্পর্কে আমার বলার থেকে আপনারা অনেক ভালো জানেন। তিনি আমাদের সবার অনেক প্রিয়।”
মিষ্টি আরো লেখেন, ‘অপু দি তুমি তোমার কাজ করে যাও। সৃষ্টিকর্তা তোমার সাথে আছে। আমি তোমার ছোট হয়ে তোমাকে কী লিখব সেটার ভাষা জানা নেই আমার। আগের মতো সবাই তোমার সাথেই আছে।’
আশা করেন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘রাজনীতি’ ব্লকবাস্টার হিট হবে। বুলবুল বিশ্বাসের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত