মানবিক গ্রæপ ফেনীয়ান এর
মতবিনিময় সভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি :
মানবিক গ্রæপ ফেনীয়ান এর উদ্যোগে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে ফেনী শহরের ক্রাউন ইস্ট রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফেনী-২ আসনে রিকশা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া।
সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য, ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিবলু খান, ফেনী সরকারী কলেজ ছাত্র উন্নয়ন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন হৃদয়, মানবিক গ্রæপ ফেনীয়ানেন সহ সম্পাদক ফেরদৌস আক্তার, সদস্য সা’দ আল হামিদ, ইপন পটোয়ারী, মারুফ, ইসরাত জাহান, ইসরাত জেবিন, শাহাদাত, সাকিল, শাহরিয়ার মজুমদার, আতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মানবিক কাজের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় এবং ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একজন মানুষ হিসেবে অপর মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করা সর্বোত্তম কাজ। ফেনীর উন্নয়নে মানবিক গ্রæপ ফেনীয়ানের প্রতিটি সদস্যকে অবদান রাখতে হবে এবং বিশ্বের দরবাওে ফেনীবাসীর মুখ উজ্জ্বল করতে হবে। প্রতিটি ভালো কাজে ও মানবিক উদ্যোগে সঙ্গে থাকার আশ্বাস দেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত