ঢালিউডের আলোচিত অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলী অভিনীত ‘রংবাজ’ ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে আগামী ঈদুল ফিতরে। এর আগে পাবনায় পুরোদস্তুর শুটিংয়ের কাজ চলছে ছবিটির। রোজা রেখেই ছবিটিতে অভিনয় করার কথা জানিয়ে শাকিব খান বলেন, তাঁর হাতে কোনো বিকল্প ছিল না। আমি প্রতি বছরই রোজা রাখি। কারণ একজন মুসলমান হিসেবে রোজা রাখা, নামাজ পড়াটাই স্বাভাবিক। আমি এগুলো এনজয় (উপভোগ) করি, অনেক বেশি বিশ্বাসও করি, যে কারণে শুক্রবারে শুটিং করি না, নামাজ পড়ি। আমার মনে হয়, প্রত্যেকটা মুসলমানের এগুলো করা উচিত। তবে আমার মনে হয়, রোজায় শুটিং না করে শুধু নামাজ রোজা নিয়ে থাকতে পারলেই ভালো হতো।’ পাবনায় শুটিংয়ের বিষয়ে শাকিব বলেন, ‘রোজার মধ্যেই শুটিং করছি। আবার আজানের পর নামাজে চলে যাচ্ছি। নামাজ শেষ করে আবার শুটিং করছি। এমনিতেই দিনটা পার হয়ে যায়। শুটিং, নামাজ আর রোজা, একসঙ্গে মনে হয় মিশে গেছে। তবে আমার প্রতি বছরই রোজায় শুটিং করতে হয়। কারণ রোজার ঈদে আমার সব সময়ই ছবি মুক্তি পায়। তার কিছু না কিছু কাজ থেকেই যায়, যে কারণে রোজা রেখে শুটিং করার অভ্যাসটা আমার পুরোনো।’শাকিব বলেন, ‘‘…এবার অনেকটা বাধ্য হয়েই শুটিং করছি। কারণ আমি এর আগেই সব কাজ শেষ করে গুছিয়ে রেখেছিলাম, যেন রোজায় কোনো শুটিং করতে না হয়। ‘রংবাজ’ ছবির শুটিংও সেভাবেই শুরু করেছিলাম। কিন্তু মাঝে পরিচালক সমিতির সঙ্গে কিছু ভুল বোঝাবুঝির কারণে এই ছবির শুটিংয়ে দেরি হয়ে গেল। না হলে কাজ এরই মধ্যে শেষ হয়ে যেতে। আর আমিও আরামে শুটিং করতে পারতাম।’ ‘রংবাজ’ ছবিটি পরিচালনা করছেন আবদুল মান্নান। এর আগে ছবিটি শুরু করেছিলেন শামীম আহমেদ রনি। কিন্তু পরিচালক সমিতি তাঁকে নিষিদ্ধ ঘোষণা করায় বর্তমানে ছবিটি পরিচালনা করছেন মান্নান।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত