নুসরাত ফারিয়ার প্রথম পরিচয় তিনি একজন উপস্থাপক এবং মডেল। আরটিভির 'ঠিক বলছেন তো' অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনায় আসেন। বিজ্ঞাপনচিত্রে গ্লামারাস উপস্থিতি এবং উপস্থাপনায় ভিন্নধর্মী স্টাইলের কারণে সবার নজর কাড়েন ফারিয়া। চলচ্চিত্রে তার আগমনও বেশ জাকঝমকের সাথে। কিন্তু এরই মধ্যে ফারিয়াভক্তদের জন্য এলো দুঃসংবাদ!
জনপ্রিয় এই অভিনেত্রী হঠাৎ করেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনেক ভেবেচিন্তেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন ফারিয়া। কিন্তু কেন? কোন অভিমান থেকে অভিনয় ছাড়ছেন নন্দিত এই মডেল-অভিনেত্রী।
জানা গেল, ঠিকই অভিনয় ছাড়ছেন নুসরাত ফারিয়া কিন্তু এক মাসের জন্য। আগামী ১৭ মে পর্যন্ত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে পাওয়া যাবে না কোনো শুটিং সেটে। ফারিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী এক মাসের জন্য অভিনয় ছেড়ে তিনি মন দিয়েছেন পড়াশোনায়। ১০ মে ব্রিটিশ স্কুল অব ল থেকে আইন বিষয়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবেন নুসরাত ফারিয়া। পরীক্ষা চলবে ১৭ মে পর্যন্ত। তাই মাসখানেকের জন্য নতুন কোনো ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন না তিনি।
সর্বশেষ ১৩ এপ্রিল ‘বস টু’ ছবির শুটিং শেষ করে ভারত থেকে দেশে ফেরেন ফারিয়া। এর পরদিনই পয়লা বৈশাখে মুক্তি পায় ফারিয়ার ধ্যাততেরিকি ছবিটি। ছবিটির কিছু প্রচারাভিযানেও অংশ নেন দুইবাংলার নন্দিত এই অভিনেত্রী। এখন অভিনয়-সংক্রান্ত ব্যস্ততা কমিয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত।
আগামী এক মাসের বিরতিতে লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চাও চালিয়ে যাবেন জানিয়ে ফারিয়া বলেন, ‘একটানা অনেকগুলো কাজ করলাম। নতুন কোনো ছবির কাজ আপাতত হাতে নিচ্ছি না। এখন একটু অবসর সময় কাটাবো। এরপরই পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশোনায় মন দিবো।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত