পেয়ার আহাম্মদ চৌধুরীঃ পরশুরাম সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে বিজিবি'র অভিযানে বুধবার বিকেলে তিন নাইজেরিয়ান নাগরিক ও দুই বাংলাদেশী নাগরিকে আটক করা হয়েছে। ফেনীস্থ বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদুজ্জামান বিজিবিএম, পিবিজিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম উপজেলার কেতরাংগা সীমান্তে তিন নাইজেরিয়ান নাগরিকসহ দুই বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের সময় কেতরাংগা বিওপির টহলদলের বিজিবির সদস্যরা আটক করেন। আটককৃতরা হলেন- নাইজেরিয়ান নাগরিক ইগবোজানু (৩৬), ইগবো (৪৭) ও ইজিডিগুও (৩৬), বাংলাদেশী নাগরিক মো. সবুর মিয়া (ড্রাইভার) (৩৭) ও মো. ইমাম হোসেন (৩৭)। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য প্রাইভেটকার যোগে ঢাকা থেকে তারা রওয়ানা দেন। আটককৃত গাড়ির নং- (ঢাকা মেট্টো-গ-১৭-৪৭৪০)। এ সময় তাদের কাছ থেকে ২৩০০ ডলার, নগদ ১৭ হাজার ২০০ টাকা, দুইটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। তিনি জানান, আটককৃত পাঁচজনকে পরশুরাম মডেল থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।