কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে
সোনাগাজীতে ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের কর্মী সভা শুরু
সোনাগাজী প্রতিনিধি :
কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সোনাগাজী উপজেলার ৪ ও ৫ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) দিনব্যাপী সোনাগাজী নিউ হারবি কাবাব কনভেনশন হলে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। মতিগঞ্জ ও চর দরবেশ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এতে অংশ নেন। উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মারুফের সভাপতিত্বে ও সদস্যসচিব আবুল মঞ্জুর সবুজের সঞ্চালনায় কর্মী সভায় অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে নতুন নেতৃত্ব বাছাই করা হচ্ছে। যোগ্য ব্যক্তিদের বাচাই করে স্বেচ্ছাসেবকদলকে সুসংগঠিত করাই কর্মীসভার উদ্দেশ্য। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ছায়েদ সেলিম, যুগ্ম-আহ্বায়ক আমির হোসেন দুলাল, শাহরিয়ার ইসলাম তুষার, মেজবাহ উদ্দিন মোরশেদ, আবদুল আউয়াল, কেএম ফখরুদ্দিন ফারুক, ইমাম হোসেন এনাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত