
কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে
সোনাগাজীতে ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের কর্মী সভা শুরু
সোনাগাজী প্রতিনিধি :
কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সোনাগাজী উপজেলার ৪ ও ৫ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) দিনব্যাপী সোনাগাজী নিউ হারবি কাবাব কনভেনশন হলে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। মতিগঞ্জ ও চর দরবেশ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এতে অংশ নেন। উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মারুফের সভাপতিত্বে ও সদস্যসচিব আবুল মঞ্জুর সবুজের সঞ্চালনায় কর্মী সভায় অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে নতুন নেতৃত্ব বাছাই করা হচ্ছে। যোগ্য ব্যক্তিদের বাচাই করে স্বেচ্ছাসেবকদলকে সুসংগঠিত করাই কর্মীসভার উদ্দেশ্য। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ছায়েদ সেলিম, যুগ্ম-আহ্বায়ক আমির হোসেন দুলাল, শাহরিয়ার ইসলাম তুষার, মেজবাহ উদ্দিন মোরশেদ, আবদুল আউয়াল, কেএম ফখরুদ্দিন ফারুক, ইমাম হোসেন এনাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।