শহর প্রতিনিধিঃ ফেনী জেলা ছাত্রদলের অন্যতম কান্ডারী নেতা জিয়ার আদশ্যের সৈনিক ও নব কমিটির জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাপ্পা খন্দকার ছাত্র দল থেকে স্বেচ্ছায় পদ ত্যাগ ঘোষনা করলেন। তিনি হকার্সের প্রতিনিধির কাছে জানান নব গঠিত জেলা ছাত্রদলের কমিটির যে পদ তাকে দিয়েছেন তা তার কাছে নাম মাত্র এবং এটি তার প্রতি অবমূল্যায়ন করা হয়েছে। তিনি বলেন বিগত আঠারো বছর ধরে তিনি ছাত্র দল রাজনীতিতে সম্পৃক্ত,জিয়ার আদশ্যকে বুকে লালন করে দলের দুঃসময়ে দলের পাশে নিবেদিত প্রাণ হিসেবে থেকে মাঠ পর্যায়ে তা বাস্তবায়নে যে ভুমিকা রেখেছেন তাতে দল আমাকে যে পদে ভূষিত করেছেন এটি সম্পূর্ন নাম মাত্র। দলের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে জেলা ছাত্রদল কমিটিতে অচেনা অজানা এবং অযোগ্যদের যায়গা করে দিয়েছেন। জেলা ছাত্রদল কমিটিতে বারো নাম্বারে আমাকে সহ-সভাপতি করে আমার থেকেও অযোগ্য ব্যাক্তিদের কমিটির উপরে যায়গা করে দেয়া মানেই আমাকে অবমূল্যায়ন করা যা আমাকে চূড়ান্ত ভাবে অপমানিত করেছে। আমার হাতে গড়ে উঠা ছাত্রদল কর্মীরা কি করে আমাকে ডিঙ্গিয়ে উপরের অবস্থান নিশ্চিত করেছেন তা আমার বোধগম্য নয়। নব গঠিত জেলা ছাত্রদল কমিটিতে এমনও কর্মীদের পদ দিয়েছেন যে আমি সহ অনেকেই এদের কাউকে চিনতে পারেনি। তাদের পদ গুলো উপরের মহল থেকে কিভাবে নিশ্চিত করা হয়েছে তা আমার কাছে স্পষ্ট নয়। কমিটি ঘোষনার পূর্বে অনেকে জোর লবিং চালানোর কথা শুনেছি কিন্তু সঠিক সিদ্ধান্ত মোতাবেক জেলা কমিটিতে ত্যাগী নেতারাই পদ পদবিতে ভূষিত হবেন এমনটাই প্রত্যাশা থাকলেও হিতে বিপরিত হয়েছে। জিয়ার আদশ্য বাস্তবায়ন করতে গিয়ে সরকার কর্তৃক বারবার কারানির্যাতন ভোগ করেছি,নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কারনে অকারনে পুলিশের কাছে গ্রেফতার হয়েছি,অসম্ভব রকম যন্ত্রনাকে কাঁধে ভর করে দলের দুঃসময়ে সব সময় পাশে থেকেছি বলে পুরষ্কার হিসেবে দল আমাকে অবমূল্যায়ন করেছে বলে আমি আমার ব্যাক্তিগত সিন্ধান্তে ছাত্রদল থেকে পদ ত্যাগ করেছি।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত