ফেনী শহরের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ সড়ক শহীদ শহীদুল্লা কায়সার সড়ক। সম্প্রতি অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয়ক কমিটির ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সকল স্থাপনায় এস এস কে সড়ক নয় লিখতে হবে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক। এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষে বুধবার (৭ জুলাই) ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় জনপ্রতিনিধিসহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে কাউন্সিলিং করে এস এস কে সড়ক সংশোধন করে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক লিখতে হবে মর্মে দোকানদার, ব্যবসায়ী, পেশাজীবী ও স্থানীয়দের নির্দেশনা দেন। সূত্রে জানা গেছে, বিগত সময়ে ফেনী পৌরসভার উদ্যোগে ফেনীর সোনালী সন্তান কথাসাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার এর নামে পুরাতন পাঁচগাছিয়া সড়কটির নামকরণ করা হয়। সম্প্রতি ফেনী জেলা উন্নয়ন সমন্বয়ক কমিটির সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভার গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে নেয়া হয় বিভিন্ন কার্যকরী পদক্ষেপ। সংক্ষিপ্তভাবে এস এস কে সড়কের স্থলে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক লিখা নিশ্চিত করতে সদর উপজেলা পরিষদ, ফেনী পৌরসভাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় শেষে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয়া হয়। বুধবার জেলা প্রশাসক ওই সড়কে বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের সাথে কাউন্সিলিংকালে তিনি বলেন, আগামী তিনদিনের মধ্যে স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানের সকল সাইনবোর্ডে এস এস কে সড়কের স্থলে এর সঠিক নাম শহীদ শহীদুল্লা কায়সার সড়ক এর নাম সংশোধনের কাজ শেষ করতে হবে। পরবর্তীতে আগামী পাঁচ দিনের মধ্যে সিল, প্যাড ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে লিখতে হবে। এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে তাৎক্ষনিক ফেনী পৌরসভার পক্ষ থেকে মাইকিংও করা হয়। ট্রাংক রোডের জিরোপয়েন্ট সংলগ্ন শহীদ শহীদুল্লা কায়সার এর নামে পৌরসভার দেয়া নামফলকটির অস্পষ্ট লেখা ও ছবি অলংকরণ করা হয়। এ সময় ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন, সহকারী কমিশনার (ভূমি) নুরেরজামান চৌধুরী, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, পৌর কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, আমির হোসেন বাহার, মাহতাব উদ্দিন মুন্নাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমন্বয়ক সমর দেবনাথ বলেন, দেশবরেণ্য শহীদ বুদ্ধিজীবীর নামে নামকরণকৃত সড়কটির সঠিক নামকরণ বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগকে সাধুবাদ জানাই। তড়িৎ বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা কামনা করি। অপরদিকে জেলা প্রশাসক ফেনী শহরের ব্যস্ততম তাকিয়া রোড পরিদর্শন করেন। যানজট নিরাসনে তিনি ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের রাত ৯টা থেকে সকাল ৯টার মধ্যে ট্রাক ও ভারী যানবাহন শহরে প্রবেশ না করতে মৌখিকভাবে নির্দেশ দেন। এ সময় তাকিয়া রোডে অবস্থানরত মালবাহী একটি ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নুরেরজামান চৌধুরী। প্রসঙ্গত; শহীদ শহীদুল্লাহ কায়সার ১৯২৭ সালের ১৬ ফেব্রুারি ফেনী জেলার সোনাগাজি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সারেং বৌ, সংশপ্তক এর মতো উপন্যাস, রাজবন্দীর রোজনামচা এর মতো স্মৃতিকথা এবং পেশোয়া থেকে তাসখন্দ এর মতো ভ্রমণ বৃত্তান্তের রচয়িতা এ মহান সাহিত্যিক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনীর হাতে অপহৃত হন (ধারণা করা হয় আলবদর বাহিনীর হাতে তিনি ১৪ ডিসেম্বর শহীদ হন)। ফেনীর সোনালী সন্তানের নামে পাঁচগাছিয়া সড়কের নামকে ফেনী পৌরসভার পক্ষ থেকে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক নামকরণ করা হয়।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত