মোতাহের হোসেন ইমরান/এম এম রহমান সোহেল
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে সারা দেশের মতো নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। এ ব্যাপারে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর পদচারণায় এলাকা সরগরম হয়ে উঠেছে। সরকার দলীয় প্রার্থীরা মাঠে ময়দানে দাওয়াত, রাজনৈতিক কর্মসূচি, পারিবারিক কর্মসূচি ও উন্নয়নের কথা বলে মাঠে নিজেদের প্রার্থিতার বিষয়টি জানান দিচ্ছেন। স্থানীয়দের সূত্রে জানা যায়, বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ফেনী-৩, (সোনাগাজী-দাগনভূঞা) আসনে ১৯৯৬ থেকে ২০১৩ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শিল্পপতি মরহুম মোহাম্মদ মোশারফ হোসেন সংসদ সদস্য ছিলেন। পরপর তিন বার বিএনপির সংসদ সদস্য থাকায় ওই আসনটি বিএনপির দুর্গে পরিণত হয়। পরে ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রবাসী আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্যাহ সংসদ সদস্য নির্বাচিত হন। স ম্ভাব্য প্রার্থীদের ধ্যে উলে¬খযোগ্য কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট শিল্পপতি আবুল বাশার ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন। তাদের দুই জনের নাম শীর্ষ পর্যায়ে রয়েছে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে। জহির উদ্দিন মাহমুদ লিপটন নির্বাচনী এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত যোগ দিচ্ছেন। তবে সোনাগাজীতে ক্লিন ইমেজধারী সবার পরিচিতজন অবসরপ্রাপ্ত লেঃ জেনারেল ও সাবেক কুটনৈতিক মাসুদ উদ্দিন চৌধুরীর নাম বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। অনেকের ধারনা মাসুদ চৌধুরী প্রার্থী হলে ভোটের হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে। সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক নেতা জেড এম কামরুল আনাম মনোনয়নের জন্য প্রতিনিয়ত কেন্দ্র ও নির্বাচনী এলাকায় ব্যাপক কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি নিজামউদ্দিন চৌধুরী ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন মনোনয়ন লাভের আশায় কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ রক্ষা করে চলেছেন। সোনাগাজী পৌরসভার মেয়র, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক এড. রফিকুল ইসলাম খোকন তার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের উপহার হিসাবে দলীয় মনোনয়ন লাভে আশাবাদী। জাপান আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম ভুট্টু দলীয় মনোনয়ন পেতে লবিং করে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এছাড়াও শিল্পপতি আকরাম হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট সাহজাহান সাজু এবং সংস্কৃতি ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীও মনোনয়ন দৌড়ে রয়েছেন।বর্তমান সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ জানান, আমি জনগণের জন্য কাজ করেছি, যত প্রতিকূলতা থাকুক না কেন জনগণ আমার সাথে আছে। আমি আওয়ামী পরিবারের সদস্য হিসেবে আ’লীগ থেকে মনোনয়ন পাবো বলে আমার বিশ্বাস।