![ফেনীতে ট্রাকের ধাক্কায় এক রিক্সা চালক নিহত হয়েছে। ফেনীতে ট্রাকের ধাক্কায় এক রিক্সা চালক নিহত হয়েছে।](http://www.hawkars.com/uploads/images/123561.jpg)
রবিবার দিনগত রাতে পৌনে ১২টার দিকে শহরের ট্রাংক রোড় মুক্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী একটি মালবাহী ট্রাকের চাপায় রিক্সা চালক মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের মৃতদেহ ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ণিকভাবে নিহত রিক্সা চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।