![তানজিনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফেনী ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের মানববন্ধন। তানজিনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফেনী ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের মানববন্ধন।](http://hawkars.com/uploads/images/21733604_1883025425296817_545558743_o.jpg)
লোকমান বিএসসি ঃ গৃহবধূ তানজিনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফেনী ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মানববন্ধন করছেন। মঙ্গলবার সকালে স্কুল ও ফেনী টিটি কলেজের সামনের মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশগ্রহন করে। গৃহবধূ তানজিনা আক্তার ঐ স্কুলের মেধাবী ছাত্রী হসেবে ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক, তানজিনার মা বিবি রাবেয়া ও আরো কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী। উল্লেখ্য, যৌতুক হিসাবে একটি কুরবানী গরু না দেয়ায় গৃহবধু তানজিনা আক্তার( ১৮) কে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় স্বামী পক্ষের লোকজন। ৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের মালিপুর ভূ’ইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের মা বিবি রাবেয়া জানান, গত এক বছর পূর্বে তানজিনার সাথে ধর্মপুর ইউনিয়নের তুরাব আলী ভ’ঞা বাড়ির তুরাব আলীর ছেলে প্রবাসী হুমায়ুন কবিরের সাথে বিয়ে হয় । বিয়ের পর কাঠের ফার্নিসার , টিভি, প্রিজ ও যৌতুকের জন্য চাপ দিতো স্বামী হুমায়ুন , শাশুড়ী ও দেবর ননদেরা । যৌতুক হিসাবে কুরবানী ঈদের সময় একটি গরুও দাবী করে স্বামী পক্ষ । তানজিনার মা বিবি রাবেয়া গরুর পবিবর্তে ২৫,০০০ টাকা প্রদান করে । এতে ক্ষিপ্ত হয়ে যায় শাশুড়ী পক্ষ । এক পর্যায়ে বার বার তানজিনাকে মানষিকভাবে নির্যাতন করতে থাকে। ঈদেরদিন তানজিনা তার মাকে এ ঘটনা জানান । ঈদের দ্বিতীয় দিন সোমবার দুপুরে তানজিনাকে শ্বাস রোধ করে হত্যা করে বাড়ির সবাই পালিয়ে যায়। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার নিহতের মা বিবি রাবেয়া বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি করেন। মামলায় নিহতের প্রবাসী স্বামী হুমায়ুন কবির (৩০),ভাসুর জিয়া উদ্দিন জিয়া ( ৩২),শাশুড়ি হালিমা খাতুন (৫০),শশুর তরাব আলী (৬০), ননদ ফিরোজা আক্তার(২৮) ও স্বামীর বড় বোন জরিনা আক্তার(৪০),ক্বারী আহম্মদ উল্লাহ (৫৫)সহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করা হয়েছে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রাশেদ খান চৌধুরী জানান, প্রাথমিকভাবে তানজিনাকে শশুর পক্ষ হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে । আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।