প্রতিনিধি,
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঢোল তবলাসহ শোভাযাত্রাটি শহরের মিজান রোডস্থ ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন, স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ ও যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন প্রমূখ। এসময় জেলার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারী মাসে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এ ক্ষেত্রে কিছু দল নির্বাচন না হওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের উদ্দেশ্যে করে আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ৫ আগষ্ট গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে ছিলাম। ঠিক তেমনি আবার ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন করা হবে। আরও বলেন, দলের মধ্যে কোনো আগাছা রাখা যাবে না। তারা অপরাধ করবে সেটি দলে দায়ভার নিবে না। তাদের জন্য দলের বদনাম হচ্ছে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত