ফেনীতে জামায়াতের দোয়া ও আলোচনা
সংবাদদাতা :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহর সেক্রেটারী মাওলানা সামাউন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মুফতি আব্দুল হান্নান। শহর সরকারী সেক্রেটারী মাওলানা আরফান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাজমুল হাসান, মনির আহমদ খান, মাওলানা শামসুদ্দিন, রুহুল আমিন, হাফেজ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার ফজলুল হক প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, ফেনীর গণহত্যার নির্দেশ দাতা ও গণহত্যায় অংশগ্রহণকারী খুনিদের অনতিবিলম্বে দেশে এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, একমাত্র পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হলেই এদেশে সুষ্ঠু ভোট হওয়া সম্ভব। তিনি হত্যাকারীদের বিচার এবং সংস্কার শেষে যত দ্রæত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি দাবী জানান। তিনি আরো বলেন, মানবতার সংগঠন জামায়াতে ইসলামী। আমরা অসহায় বিপন্ন মানুষের পাশে ছিলাম এবং থাকবো। তিনি আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লার সমর্থনে গনজোয়ার সৃষ্টি করার জন্য সবার প্রতি উদাত্ত আহŸান জানান।
বাদ মাগরিব শহরের সকল মসজিদে জামায়াতের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।                        
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

          
                                
                                
                                
                                
                                
                                
	                
	                
	                
	                
  
    












