পরশুরামে জাতীয় পুষ্টি সপ্তাহ ’২৫ উদ্বোধন
মোঃ জয়নুল আবদীন, পরশুরাম প্রতিনিধি :
পরশুরামে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। ‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সপ্তাহব্যাপি নানা কর্মসূচির শুভ উদ্বোধন করেন পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বুধবার (২৮ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো নঈমুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: ইফতেখার হাসান, জুনিয়র কনসালটেন্ট ডা: মো: সাইফুর রহমান ভূঁইয়া ও পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স তানজিলা আক্তার। আলোচনা সভায় বক্তারা, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা, কিশোর-কিশোরী, শিশু ও মায়েদের পুষ্টির গুরুত্ব, পুষ্টি সপ্তাহের তাৎপর্য তুলে ধরেন।
পুষ্টি সপ্তাহ কর্মসূচির অংশ হিসেবে ২য় দিন হত দরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ, ৩য় দিন জুমার নামাজ বা সুবিধামতো স্থানে পুষ্টিকর খাদ্য বিতরণ, ৪র্থ দিনে মাধ্যমিক পর্যায় স্কুলের ছাত্র-ছাত্রীদের কে নিয়ে সমাবেশ, ৫ম দিনে মা সমাবেশের আয়োজন, ৬ষ্ঠ দিনে প্রবীণ পুষ্টি বিষয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত