ফেনীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে
পাঁচ দিনব্যাপী বইমেলার সমাপনী
নিজস্ব প্রতিবেদক :
ফেনীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঁচ দিনব্যাপী বইমেলার সমাপনী হয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে শহরের নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পয?েন্ট সোসাইটির সভাপতি আনন্দ ভৈরবী পত্রিকার সম্পাদক কবি মঞ্জুর তাজিম।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইনচার্জ দেবুজ্যোতি মন্ডলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন আলাপন আবৃত্তি কেন্দ্রে সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক শামীম, ফেনী আর্ট স্কুলের পরিচালক গোপাল দাস। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক মো. মনিরুজ্জামান।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি কবি মঞ্জুর তাজিম বলেন, বই অমূল্য সম্পদ। বই পড়ে কেউ দেউলিয়া হয় না। বর্তমান কিশোর-তরুণ প্রজন্ম বই পড়া থেকে বিমুখ হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমিয়ে বই পড়ার দিকে মনোযোগী হতে হবে।
বিশেষ অতিথি নাজমুল হক শামীম বলেন, বই একটি শিক্ষার্থীকে মনো বিকাশের বৃত্তি ঘটায়। শিক্ষার্থীদেরকে বই পড়ায় মনোযোগী করতে অভিভাবকদের উদ্যোগ নিতে হবে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এমন আয়োজন আরো বেশি বেশি প্রয়োজন।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইনচার্জ দেবুজ্যোতি মন্ডলে বলেন, পাঁচ দিনব্যাপী ফেনী বইমেলায় প্রায় ছয় শতাধিক বই বিক্রয় হয়েছে। টাকার আঙ্কে যা লাখ টাকার কাছাকাছি।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা সংগঠক মো. মনিরুজ্জামান বলেন, ২০২৪ সালের নভেম্বর থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই কর্মসূচি শুরু হয়েছে। চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে। চলতি মে মাস পর্যন্ত ১২৮টি বই মেলার মধ্যে ৬০টি বইমেলা বান্তবায় করেছে। দেশে ৩০টি জেলায় এই বইমেলায় কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে।
বইমেলার সমাপনী অনুষ্ঠানে আবৃত্তি, গান, চিত্রাংঙ্কন ও নৃত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজয়ীদের হাতে মহা মূল্যবান বই তুলে দেওয়া হয়।
আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তোয়াহ চৌধুরী তোয়া, দ্বিতীয় স্থান হয?েছেন সম্পূর্ণ সাহা ও তৃতীয় স্থান হয়েছেন মাইসা বিনতে ফেরদৌস। গানে প্রথম হয়েছেন দিঘী সেন, দ্বিতীয় হয়েছেন রাজশ্রী কর।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত