পরশুরাম রুটে ৫ টাকা সিএনজি ভাড়া বৃদ্ধি
পরশুরাম প্রতিনিধি ঃ
পশুরামে সিএনজি ভাড়া ৫ টাকা বৃদ্ধি করে ৪৫ টাকা ভাড়া নির্ধারণ করেছেন নাগরিক সমন্বয় কমিটি।
সোমবার (১৯ মে ) বিকাল ৩টা পরশুরাম পৌরসভার হল রুমে নাগরিক সমন্বয় কমিটি (টিএলসির) ত্রৈমাসিক সভার সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা আরিফুর রহমান এর সভাপতিত্বে পরশুরাম রুটে ৫ টাকা সিএনজি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিএনজি চালক ও মালিকদের প্রতিনিধি উপস্থিতিতে তাদের প্রস্তাবিত ২৭টি রোটে ভাড়া বৃদ্ধির প্রস্তাবের প্রেক্ষিতে টিএলসিসহ উপস্থিত সকলের পরামর্শ মতে বেশকিছু শত সাপেক্ষে ৫ টাকা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুর রহমান।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাসুদ রানা, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, পৌরসভা জামায়াতের আমীর মো মোস্তফা, পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আলিম, পৌরসভার ওয়াটার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন, সাংবাদিক গাজী মাসুদ রানা, সংবাদিক মোঃ জয়নুল আবদীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আতিকুর রহমান, ছাত্র প্রতিনিধি আবদুল কাদের মিনার, নাহিদ রাব্বি, আবদুল হাকিম জয়, শামছুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মু. খুরশিদ আলম, রুপায়ন কুমার সাহা সিএনজি চালক মো. সোহেল প্রমুখ।
এছাড়া পরশুরাম থেকে চৌধুরী বাজার ১৫ ঢাকা থেকে ৫ টাকা বৃদ্ধি করে ২০ টাকা, পরশুরাম থেকে বক্সমাহমুদ ২০ টাকা থেকে ২৫ টাকা ও নতুন মুন্সিরহাট ২০ টাকা এবং পুরাতন মুন্সিরহাট ২৫ টাকা করা হয়েছে।
সিএনজি মালিক সমিতির পক্ষে মোঃ সোহেলের নেতৃত্বে উপস্থিত থাকা সকল সিএনজি মালিক চালকদের উপস্থিতিতে নিম্নলিখিত শর্ত মোতাবেক উক্ত ভাড়া বৃদ্ধি করা হয়। শর্তগুলো হচ্ছে পাঁচজনের অতিরিক্ত যাত্রী নিতে পারবে না, রাত নয়টা পর্যন্ত নির্দিষ্ট ভাড়ায় গাড়ি চালাতে হবে, অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, গাড়ি নাই বলে গাড়ি সংকট তৈরি করা যাবে না, প্রত্যেক গাড়িতে নির্ধারিত মূল্য তালিকা থাকতে হবে।
এর আগে গতকাল পরশুরাম ফেনী রুটে সিএনজি চালকদের মানববন্ধনের ব্যানারে সিএনজি চলাচল বন্ধ থাকার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। পরে প্রশাসন তাদেরকে ন্যার্য ভাড়া নির্ধারণের প্রতিশ্রæতি দিয়ে সিএনজি চলাচল স্বাভাবিক করেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত