একটি সুখী সমৃদ্ধ দেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে
আমরা এদেশকে স্বাধীন করেছিলাম
-মোহাম্মদ তাজিরুল ইসলাম
সংবাদদাতা ঃ
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ ফেনী জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মোহাম্মদ তাজিরুল ইসলাম বলেন, শেখ মুজিব দশ মিনিটে সংসদে গণতন্ত্রের কবর রচনা করে এক নায়কতন্ত্র কায়েম করেছিলেন। বৈষম্য মুক্ত ইনসাফভিত্তিক একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আমরা মুক্তিযোদ্ধারা জীবনবাজী রেখে দেশ স্বাধীন করেছিলাম।
শনিবার (১৭ মে) বিকেলে শহরের দারুল ইসলাম ভবনে মুক্তিযোদ্ধা পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি এএসএম নুর নবী দুলালের সভাপতিত্বে ও মাওলানা আবদুল মালেক ও মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর (উত্তর)জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি মোহাম্মদ শামছুদ্দিন মিয়া, ফেনী জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আবদুল হান্নান।
আরো বক্তব্য রাখেন, জেলা শাখার উপদেষ্টা একেএম শামছুদ্দিন, অধ্যাপক আবু ইউসুফ, মাওলানা আবদুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আলী ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক, ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের জেলা সেক্রেটারী মোঃ ইদ্রিস আলী।
মোহাম্মদ তাজিরুল ইসলাম আরো বলেন, আমরা যে স্বপ্ন নিয়ে এদেশ স্বাধীন করেছিলাম সে স্বপ্ন আজো বাস্তবায়িত হয়নি। ৯০% মুসলমানের দেশে অতীতের মত এখনো কেউ কেউ এদেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চাইছে। ইসলামী রীতিনীতি, তাহজীব তামাদ্দুন, সংস্কৃতি ঐতিহ্যকে টার্গেট করে নানা ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে ইসলামের বিরুদ্ধাচারণ করা অতীতের সরকারগুলোর একটি রুটিন কাজ হয়েছিল। এজন্য তারা আলেম ওলাম, মসজিদে মাদরাসাকে দেশের শত্রæ চিত্রিত করেছেন। অবিলম্বে ভূয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদেরকে দেয়া দেশের হাজার হাজার কোটি টাকা উদ্ধারের জন্য সরকারের প্রতি দাবী জানান। তিনি কেন্দ্রীয় মহা সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহŸান জানান।
উল্লেখ্য, আগামী ২১শে জুন ঢাকায় পরিষদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত