‘আমরা ফেনীবাসী’ এর কমিটি গঠন
সভাপতি-এয়াকুব নবী, সেক্রেটারি-একরামুল হক
সংবাদদাতা
ফেনীতে চায়না ফ্রেন্ডশীপ হাসপাতাল, মেডিক্যাল কলেজ, লালপোল আন্ডারপাস, বল্লামুখা বাঁধ নির্মাণ,ও মুছাপুর ক্লোজার নির্মাণসহ ফেনীর সকল উন্নয়ন, সমৃদ্ধি ও দুর্যোগে যৌথ ভাবে কায্যক্রম পরিচালনার জন্যে ‘আমরা ফেনীবাসী’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ।
শনিবার (১০মে) বিকালে শহরস্থ একটি মিলনায়তনে ‘আমরা ফেনীবাসী’ এর কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে ফেনী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবীকে সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়াকে সেক্রেটারি করা হয়। এছাড়াও ফেনী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, হেফাজতে ইসলাম ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরীকে সহসভাপতি করা হয়।
ফেনীর সকল রাজনৈতিক সংগঠন, সাংবাদিক এবং পেশাজীবি প্রতিনিধিদের নিয়ে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
েিফনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, হেফাজতে ইসলাম ফেনী জেলা সভাপতি মাওলানা আফজালুর রহমান, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহŸায়ক গাজী হাবীবুল্লাহ মানিক, ইসলামী আন্দোলন ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভুঁইয়া, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলি মিল্লাত, বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত