পরশুরামে ঝুঁকিপূর্ণ মূহুরী ব্রীজটি টেকসই
গার্ডার ব্রীজ নির্মাণে দাবীতে মানববন্ধন
মোঃ জয়নুল আবদীন : ফেনীর পরশুরামে মূহুরী নদীর বেইলী ব্রীজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকাতে ব্রীজটিতে টেকসই গার্ডার ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
রবিবার (১৩ এপ্রিল) সকালে পরশুরাম-সুবার বাজার সড়কে মূহুরী ব্রীজের উত্তর পাশে পরশুরাম উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠন মানববন্ধনের আয়োজন করে।
পরশুরাম উন্নয়ন ফোরাম সভাপতি মেহেদী হাসান সবুজের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আজিজ রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, মির্জানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক জামাল উদ্দিন চৌধুরী, মির্জানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও: ফজলুর রহমান, উপজেল ইসলামি আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি সাইফুল ইসলাম, ফেনী জেলা শিবিরের সাবেক সভাপতি শাহিদুল আবছার, মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজীব,সুবার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামিমুল হক চৌধুরী, মির্জানগর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার, পরশুরাম প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মোঃ শহিদ উল্লাহ ভুঁইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শামিম ভূঁঞা সুমন, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মো শাহ জালাল, উন্নয়ন ফোরামের অফিস সম্পাদক শাকিব আজিজ, ক্রীড়া সম্পাদক শাহিন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, পরশুরাম ও ফেনী জেলার সাথে মির্জানগর ইউনিয়নের সংযোগস্থল এই ব্রীজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখানে ব্রীজটি ক্ষতিগ্রস্থ হলে মির্জানগর ইউনিয়নের সাথে পরশুরাম এবং ফেনীর জেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। তারা দ্রæত এখানে টেকসই গার্ডার ব্রীজ নির্মাণের দাবি জানান।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত