ইসরায়েলের হামলা ও পণ্য বয়কটের দাবিতে
পরশুরাম কলেজ ছাত্রদলের মানববন্ধন
পরশুরাম-ফুলগাজী প্রতিনিধি :
গাজায় গণহত্যা বন্ধ ও ইসরায়েলের পণ্য বয়কট দাবি জানিয়ে মানববন্ধন পালন করেছে পরশুরাম সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দুপুর ১২ টার দিকে পরশুরাম সরকারি কলেজের মেইন গেইটের সামনে মানববন্ধনের আয়োজন করেন নেতাকর্মীরা।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান চৌধুরী বাবু। কলেজ ছাত্রদল নেতা আল আমিন গাজীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজা উদ্দিন রুবেল, সামিম ভূঁইয়া সুমন,জেলা ছাত্রদলের সদস্য ইউসুফ সুফল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায?ক আজগর আলী বাবলু, কলেজ ছাত্রদল নেতা আল আমিন, ইসমাইল হোসেন মিদুল, আরিফুল ইসলাম আরিফ, ইকবাল মাহমুদ উদয়, নয়ন, রুবেল, শাহ আলম, মেহেদী ও বক্সমাহমুদ ইউনিয়ন ছাত্রদল নেতা জাফর প্রমুখ।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত