পরশুরামে ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবের
ঈদ উপহার বিতরণ
মোঃ জয়নুল আবদীন :
ফেনীর পরশুরামে হাসির বিনিময়ে ৩৫০ জনকে নতুন জামা উপহার দিয়েছে পরশুরাম ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব।
শনিবার (২৯ মার্চ) পরশুরাম ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে স্বেচ্ছাসেবী সংগঠনটি ঈদকে সামনে রেখে এই মানবিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে।
প্রতিবছরের মতো এই বছর ও ৪৫ জন হাফেজ এর পাঞ্জাবি ও প্রায় ৩০০ জন বিধবা, অসহায় নারী ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি নুরুচ্ছাপা মাহফুজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সাংবাদিক সবীর আহমেদ ফোরকান, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন মজুমদার, ফেনী সরকারি কলেজের প্রভাষক মাহাবুব আলম, ক্লাবের পরিচালক সৌরভ কবির রিদম, শরিফুল ইসলাম ইপ্তি প্রমুখ।
ক্লাবের পরিচালক সৌরভ কবির রিদম জানান, আমরা চাই, প্রতিটি শিশুর মুখে আনন্দের ছোঁয়া লাগুক। ঈদের দিনে নতুন পোশাক পাওয়ার যে আনন্দ, তা থেকে কেউ যেন বঞ্চিত না হয়।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত