পরশুরামে দক্ষিণ কোলাপাড়ায় ৫শ পরিবার পেল ঈদ উপহার
পরশুরাম-ফুলগাজী প্রতিনিধি :
পরশুরামের দক্ষিণ কোলাপাড়া স্পোর্টিং ক্লাব ও লাইব্রেরীর পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার(২৯ মার্চ) সকালে দক্ষিণ কোলাপাড়া জামে মসজিদের সামনে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ক্লাবের পৃষ্ঠপোষক ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনির সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব।
বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, ফেনী জজ কোর্টের এপিপি এডভোকেট আব্দুল আলিম মাকসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন সাহাবী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহমেদ আযম চৌধুরী, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম মেম্বার, নুরুল আলম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাফর উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক শামসুল আলম শাকিল, যুগ্ন আহবায়ক আবুল খায়ের লিটন।
এসময় দক্ষিণ কোলাপাড়া গ্রামের প্রায় ৫০০ মানুষকে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি ঈদ উপহার হিসেবে প্রদান করা হয়।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত