পরশুরামের বধ্যভূমিতে
গণহত্যা দিবসের আলোচনা সভা
পরশুরাম, ফুলগাজী প্রতিনিধি :
জাতীয় গণহত্যা দিবসে পরশুরামের মালিপাথর বধ্যভূমিতে শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কামাল উদ্দিন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব:) কলিম উদ্দিন, হাবিলদার আবু আহমেদ, নায়েক আবু তাহের, নায়েক বাচ্চু মিয়া, মীর আহমেদ মজুমদার, মাস্টার গোলাম মোস্তফা, জাতীয় নাগরিক কমিটির সংগঠক আবদুল কাদের মিনার প্রমুখ।
পরে বধ্যভূমির পাশে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউএনও, ওসি ও মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত