ফেনীতে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারী
ছাত্রদলের সেহরি বিতরণ
শহর প্রতিনিধি :
পবিত্র মাহে রমজানে সমাজের অসহায় মানুষদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার লক্ষ্যে ফেনী শহরের বিভিন্ন স্থানে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারী সহ সর্বস্তরের মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করেছেন ফেনী জেলা ছাত্রদল। বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ২.৩০ টা থেকে ৪টা পর্যন্ত এ সেহরির খাবার বিতরণ করা হয়। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ স¤পাদক রশিদ আহমদ মজুমদার এর উদ্যোগে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারী সহ শতাধিক ব্যক্তির মাঝে খাবার বিতরণ করা হয়। এই ধরণের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান, আয়োজক রশিদ আহমদ মজুমদার। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও আশপাশের মানুষ। তারা মনে করেন, ছাত্র সমাজের এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সেহরি বিতরণকালে ছাত্রদলের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত