পরশুরাম প্রতিনিধি:
মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে পরশুরাম মডেল থানার দুই পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উত্তর কোলাপাড়া মোহাম্মদ উল্লাহর বাড়ি থেকে পরশুরাম মডেল থানার উপ পুলিশ পরিদর্শক শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার বারহাট্টা থানার সেওতা গ্রামের মৃত ছুমদ আলীর ছেলে শেকান্তর মিয়া(৬৮) ও একই জেলার আটপাড়া থানার সুমই গ্রামের মো সুলতান মিয়ার ছেলে হলুদ মিয়া(৪৬)। স্থানীয় এক সাংবাদিকের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মাদক বিক্রি ও সেবনের ভিডিও প্রকাশ হওয়ার পরপরই পুলিশ তাদের গ্রেফতার করে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে,কয়েক বছর ধরে পরশুরাম মডেল থানায় শেকান্তর মিয়া সুইপার ও হলুদ মিয়া ঝাড়–দার হিসেবে কাজ করতেন। থানার প্রভাব দেখিয়ে উত্তর কোলাপাড়ায় ফেনী-রেললাইন সংলগ্ন মোহাম্মদ উল্লাহর বাড়িতে মাদক ব্যবসা করে আসছিলেন। উঠতি বয়সের কিশোর থেকে শুরু করে এসব মাদকের খরিদদার ছিল বিভিন্ন বয়সের মানুষ।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত