ছাগলনাইয়া প্রতিনিধি: ফেনী ছাগলনাইয়ার জিরো পয়েন্ট থেকে চট্টগ্রামের করেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছে। বুধবার (১৯ মে ) সকাল ১১ টার দিকে ছাগলনাইয়ার শুভপুরের বাড়িয়া পুল নামক স্থানে আলাউদ্দিনের নতুন বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে অপর ৩ জন ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। নিহতরা চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার কাটাগাং গ্রামের এনামুল হকের ছেলে আরিফুর রহমান (২৬), সে চট্রগ্রাম সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র বলে জানা যায়। উপজেলার আশ্রায়ণ প্রকল্পের কুয়েত পল্লী গ্রামের আব্দুল গোফরানের স্ত্রী বিবি হাজেরা (৫৫)। মৃত দরবেশ আলীর ছেলে নুরুল ইসলাম (৫২), তিনি ফেনীর ছাগলনাইয়ার শুভপুর ফরেষ্ট চেক ষ্টেশনে বাগান মালী হিসেবে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার সফিপুর থানার আমতইল গ্রামের বাসিন্দা। তবে নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও ১ জন গুরুতর আহত বলে জানা গেছে। নিহতরা সকলেই সিএনজির যাত্রী ছিলেন। ছাগলনাাইয়া থানার ওসি মোঃ শহিদুল ইসলাম ৪ জন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত