নোয়াখালী বেগমগঞ্জে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় শ্লীলতাহানি, পৈশাচিক নির্যাতন, এম.সি কলেজ ছাত্রাবাসে তরুণী গণধর্ষণসহ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণ ও নানাবিধ অসামাজিক আচরণের বিরুদ্ধে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ফেনী জেলা আঞ্চলিক শাখা ও ফেনী সদর উপজেলা শাখা। বাংলাদেশ মানবাধিকার কমিশন ফেনী জেলা আঞ্চলিক শাখার সভাপতি নুরুজ্জামান হাজারীর সভাপতিত্বে ও সদর উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম ভূঞার সঞ্চালনায় গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) ফেনী শহরের সদর হাসপাতাল মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানবন্ধনে অংশ নেয় আঞ্চলিক ও সদর শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ। সংক্ষিপ্ত বক্তব্যে নুরুজ্জামান হাজারী বলেন, আমরা ধর্ষিতার আকুল আর্তনাদে লজ্জিত ও স্তম্বিত। আমরা এমন একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে নারী ও শিশুরা নির্ভয়ে চলাফেরা করতে পারবে। নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। স্ব স্ব অবস্থানে থেকে সকল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত