নোয়াখালী বেগমগঞ্জে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় শ্লীলতাহানি, পৈশাচিক নির্যাতন, এম.সি কলেজ ছাত্রাবাসে তরুণী গণধর্ষণসহ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণ ও নানাবিধ অসামাজিক আচরণের বিরুদ্ধে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ফেনী জেলা আঞ্চলিক শাখা ও ফেনী সদর উপজেলা শাখা। বাংলাদেশ মানবাধিকার কমিশন ফেনী জেলা আঞ্চলিক শাখার সভাপতি নুরুজ্জামান হাজারীর সভাপতিত্বে ও সদর উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম ভূঞার সঞ্চালনায় গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) ফেনী শহরের সদর হাসপাতাল মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানবন্ধনে অংশ নেয় আঞ্চলিক ও সদর শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ। সংক্ষিপ্ত বক্তব্যে নুরুজ্জামান হাজারী বলেন, আমরা ধর্ষিতার আকুল আর্তনাদে লজ্জিত ও স্তম্বিত। আমরা এমন একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে নারী ও শিশুরা নির্ভয়ে চলাফেরা করতে পারবে। নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। স্ব স্ব অবস্থানে থেকে সকল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।