পেয়ার আহাম্মদ চৌধুরীঃ "গুজবে বিভ্রান্ত হবে না, আইন নিজের হাতে তুলে নিবে না" এই শ্লোগানে পরশুরাম মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩০জুলাই) বিকেলে পরশুরাম মডেল থানা প্রশাসনের আয়োজনে থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শওকত হোসেন এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনীর সিনিয়র সহকারি পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) নিশান চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, পরশুরাম সরকারি ডিগ্রী কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু কাউছার মোহাম্মদ হারেছ,আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ এর অধ্যক্ষ নুরুল আলম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হুমায়ুন শাহারিয়ার,পরশুরাম পৌরসভার প্যানেল মেয়র রাসুল আহমেদ মজুমদার স্বপন ,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ইয়াছিন শরিফ মজুমদার, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজাম্মান ভুট্টু,সাংবাদিক এম.এ.হাসান,জেলা পরিষদ সদস্য এম.শফিকুল হোসেন মহিম। পরশুরাম মডেল থানা উপ-পুলিশ পরিদর্শক রিযাউল জব্বারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সামছু নাহার পাপিয়া,পৌরসভার সদর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক এনাম, আতাউর রহমান বাঘা, আবদুল মন্নান,নিজাম উদ্দিন চৌধুরী সুমন, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আলাউদ্দিন,পরশুরাম বাজার বণিক সমিতির সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক লোকমান হোসেন। এ সময় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ইউপি মেম্বার, পৌর কাউন্সিলর, শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেনীপেশার মানুষ সহ প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্হিত ছিলেন । অনুষ্ঠানের শুরুতে পরশুরাম থানা জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মতিন এর পবিত্র কোরান তেলোয়াত ও রবি চন্দ্র নাথ এর গিতা পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত














