ফেনী প্রতিনিধি, ২০ নভেম্বর ২০১৭ : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামীলীগ চায়Ñবিএনপি গত জাতীয় সংসদ নির্বাচনে যে ভুল করেছে-আবার সে ভুলের
পুনরাবৃত্তি যেন না করে। আগামী সংসদ নির্বাচনে তারা যেন আসে। আমরা প্রতিদ্ব›দ্ধীতামূলক একটি নির্বাচন চাই। আমরা ফাঁকা মাঠে কাউকে গোল দিতে চাই না।
জিয়া অরফানাজ ট্রস্টের মামলা সংক্রান্ত সাংবাদিককের এক পশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেগম জিয়া দন্ডিত হবেন না খালাস হবেন-এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না। যদি তিনি দন্ডিত হন, তাহলে নি¤œ আদালতে যে রায়-ত্রা বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা যাবে। কাজেই তারা আগাম কেন এই নিয়ে অন্ধকারে ঢিল ছুড়ছেন ? তিনি আরো বলেন, আমি জানিনা, তারা কি নিশ্চিত হয়ে গেছেন- বেগম জিয়া কনভিক্টেড হবেন- তা না হলে তারা এটা মনে করছেন কেন?
আজ সোমবার বিকেলে মন্ত্রী ফেনীর মহিপালে দেশের প্রথম ছয় লেইন মহিপাল ফাইওভার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে এইসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বিজয়ের মাস ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা এই ফাইওভারে উদ্বোধন করবেন।
উল্লেখ্য, এক শত ৮১ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম ছয় লেইন ফাইওভারটির নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ের পূর্বেই শেষ হচ্ছে। এটি নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনী ।
পরিদর্শন সময়ে মহিপাল ফাইওভারের নির্মাণ প্রকল্পের কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম রেজাউল মজিদ, ল্যাফটেন্যান্ট কর্নেল মাশফিকুল আলম, মেজর ফয়সাল চৌধুরী, ফেনী পুলিশ সুপার এস এম জাহাঙ্গির আলম সরকারসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত