ফুলগাজী প্রতিনিধিঃ পরশুরামের খন্ডল বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রায় ৩০ শিক্ষার্থী অজ্ঞাত রোগে (মাথা ব্যথা, খিচুনী ও শ্বাসকষ্ট) আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার সকাল ১১টার দিকে স্কুল ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসমাঈল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান স্কুলের প্রথম ক্লাস শেষ হওয়ার পর তারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন।তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। বিকালে তারা সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছে। সোমবারও ঐ প্রতিষ্ঠানের কয়েক ছাত্রী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের একজন শিক্ষক। তিনি আরও জানান মঙ্গবার ১ম ঘন্টা শেষে ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর কয়েক ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। এসময় তাদের দেখতে গিয়ে আরো অনেকেই অসুস্থ হয়ে পড়ে। এ সংখ্যা প্রায় ৩০ হবে। তাদের মধ্যে কিছু ছাত্রীর নাম জানা গেছে। তারা হল, ষষ্ঠ শ্রেনীর সুমাইয়া , ফারজানা, ফাহিমা, সাদিয়া, খাদিজা, সাহেদা, মোরশেদা, তাসলিমা, শাহেদা, ফাতেমা, সাদিয়া আক্তার ও জান্নাতুল আক্তার। সপ্তম শ্রেনীর মুন্নি আক্তার, ববিতা ও অষ্টম শ্রেনীর প্রিয়া।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত