সোনাগাজী প্রতিনিধি : তালিকাভুক্ত আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ও উপকূলীয় জলদস্যু রফিকুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলা চাঁন মিয়ার দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানায়, উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের চাঁনমিয়ার দোকান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ও উপকুলীয় জলদস্যু। তার বিরুদ্ধে থানায় ৫টি ডাকাতি, ৩টি অস্ত্র ও ২টি চাঁদাবাজির অভিযোগে ১০টি মামলা রয়েছে। রফিক উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের লিয়াকত আলীর ছেলে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির আলোকিত সোনাগাজী কে রফিক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত