ফেনী প্রতিনিধি, ৮ জুন : ধর্ষণের অভিযোগে গ্রেপ্তাকৃত ফেনী সরকারী কলেজের অফিস সহকারী কৃষ্ণ’র দৃষ্টান্তমূলক শ্বাস্থির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ফেনী সরকারী জিয়া মহিলা কলেজের কলেজের শিক্ষক ও ছাত্রীরা । বৃহস্প্রতিবার দুপুরে ফেনী সরকারী জিয়া মহিলা কলেজ প্রাঙ্গনে ও শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষক ও ছাত্রীরা ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অগ্রভাগে ছিলেন, ফেনী সরকারী জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ , আবু আহম্মদ, প্রফেসররা ও ছাত্রীনেতৃবৃন্দ ।
প্রসঙ্গত্ব : বুধবার দুপুরে কৃষ্ণ চন্দ্র দাস (৩০) নামে ফেনী সরকারী কলেজের এক অফিস সহকারী বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে ফেনী সরকারী জিয়া মহিলা কলেজের অনার্স তয় বর্ষের এক ছাত্রী। অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ তাৎক্ষনিক কৃষ্ণ চন্দ্র দাস কে পুলিশে সোপর্দ করেন । রাতে ওই ঘটনায় ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে ।
মামলার বিবরনে ওই ছাত্রী জানায় , সে সরকারী জিয়া মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের তয় বর্ষে পরীক্ষার্থী। গত ৬ মে ফেনী সরকারী কলেজ কেন্দ্রে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সরকারী জিয়া মহিলা কলেজের শিক্ষক তাকে বহিস্কার করে। ছাত্রী কান্নাকাটি শুরু করলে তাঁর বহিস্কারাদেশ প্রত্যাহার করে দেবে বলে প্রলোভন দেখায় অফিস সহকারী কৃষ্ণ চন্দ্র দাস (৩০)। তাঁর দূর্বলতার সুযোগ নিয়ে পাশের ইংরেজী কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে আবারো তাকে ধর্ষণের চেষ্টা করলে নির্যাতিতা ওই ছাত্রী বুধবার দুপুরে ফেনী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের কাছে লিখিত অভিযোগ করেন। পরে অধ্যক্ষ তাকে পুলিশের হাতে সোপর্দ করেন। সে পাঁছগাছিয়া ইউনিয়নের মালি বাড়ির হারাদন চন্দ্র দাসের ছেলে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত