আন্তর্জাতিক ডেস্ক: কাতারের রাজধানী দোহার আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের অন্তত ৫৫০ জন ওমরাহ যাত্রী আটকা পড়েছেন। সোমবার সন্ত্রাসবাদে মদদ দেয়ার কথিত অভিযোগে কাতারের সঙ্গে সৌদি আরব সহ ছয় দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর তারা আটকা পড়েন।
দোহায় অবস্থিত পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার এসব আটকিয়ে পড়া ওমরাহ যাত্রীদের বিশেষ ফ্লাইটে ওমানের রাজধানী মাসকটে সরিয়ে নেয়া হয়েছে। দূতাবাসের বরাত দিয়ে পাক সংবাদ মাধ্যম ডন জানায়, আটকিয়ে পড়া পাকিস্তানিরা ওমরা পালনের জন্য কাতার হয়ে সৌদি আরব যাচ্ছিলেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর, মালদ্বীপ, ইয়েমেন ও পূর্ব লিবিয়ার সরকারসহ কয়েকটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর তারা দোহায় আটকা পড়েন। সম্পর্ক ছিন্ন করা এসব দেশ কাতারের সঙ্গে আকাশ ও সমুদ্রপথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেয়। যেটাকে ‘অন্যায্য’ বলে আখ্যা দিয়েছে দোহা। কাতারে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা সাদিয়া খুররম জানান, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে করে এসব ওমরাহ যাত্রী সৌদি আরব যাচ্ছিলেন। দোহা বিমানবন্দরে আটকিয়ে পড়ার পর তাদের ওমান এয়ারের মাধ্যমে সরিয়ে নেয়া হয়েছে।
খবরে বলা হয়, প্রথম ধাপে ৪০০ পাকিস্তানিকে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাতটায় বিশেষ ফ্লাইটে মাসকটে নেয়া হয়েছে। এছাড়া বাকি দেড়শ’ যাত্রীকে ওমান এয়ারে করে বিকেল আড়াইটায় মাসকটে নেয়া হয়েছে। সেখান থেকে ওমরাহ যাত্রীদের সৌদি আরব পাঠানো হবে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত