ফেনী প্রতিনিধি, ১৭ জানুয়ারী: ফেনীর দাগনভূইয়ায় ডাকাতের হামলায় আশংখাজনক ২ জনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। রবিবার ভোর রাতে ডাকাতির ঘটনায় দুজনকে কুপিয়ে জখম করেছে ডাকাতরা।
ঘটনাট ঘটে দাগনভূইয়ায় সদর ইউনিয়নের জগতপুর গ্রামের আমির উদ্দিন মোল্লা বাড়িতে । গৃহবধু শিউলি আক্তার জানান, ভোর রাতে ঘরের মূল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ১০-১২ জন ডাকাত অস্ত্রের মুখে সবাইকে জিন্মি করে । এ সময় ডাকাতদের বাঁধা দিলে ডাকাতরা শুশুর আবুল হোসেন (৭০)ও বাসুর কোরবান আলী( ৩৫) তারা ধারালো অস্ত্র দিয়ে উভয়ের মাথায় ও মুখে উপর্যুপরি আঘাত করে । আঘাত প্রাপ্তরা মাঠিতে লুলিয়ে পড়লে ডাকাতরা দুই ভরি স্বর্ণ ও ৩টি মোবাইল নিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের আশংকাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। পরে ডাক্তারের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দাগনভূইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পেরণ করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত