ফেনী জেলা যুবদলের পরিচিতি সভা
সংবাদদাতা ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা রোববার (৬ জুলাই) শহরের রিলেশন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার এর সভাপতিত্বে ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা যুবদলের বিদায়ী সভাপতি জাকির হোসেন জসিম, নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক বেলাল হোসেন ভিপি বেলাল, আমজাদ হোসেন সুমন, আতিকুর রহমান মামুন, সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন খন্দকার, হাসানুজ্জামান শাহাদাত ও খুরশিদ আলম হারুন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদল, ফজলুল বারি মহসিন, মায়ন পাটোয়ারী, শামীম আনসারী, আল ইমরান, হাসান আহমেদ, ফজলুল করিম লিটন,মিজানুর রহমান রাসেল, মাসুদ রানা, শরাফত চৌধুরী জিকু, টুটুল চন্দ্র নাথ, মোজাম্মেল হোসেন আরিফ, আহসান উদ্দিন সুমন, ফেনী সদর উপজেলা যুবদলের আহবায়ক মাস্টার নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, দিদারুল আলম দিদার, ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, পরশুরাম পৌর শাখার যুগ্ম আহবায়ক মিশকাতুস সামাদ, জহিরুল ইসলাম, ছাগলনাইয়া যুগ্ম আহবায়ক শাহজাহান মজুমদার আজাদ, আবদুল মোমেন, সোনাগাজী উপজেলার সদস্য সচিব ইমাম হোসেন প্রবীর, দাগনভূঞা উপজেলা সদস্য সচিব মুনসুর ভূঞা, ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল হুদা শাহীন, সোনাগাজী পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন প্রমুখ।
পরিচিতি সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ ২৪ এর গণ-অভ্যুত্থানের শহীদদের এবং বিগত আন্দোলন সংগ্রামে নিহত যুবদলের নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থ ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।
তৃণমূল বক্তারা বলেন, আগামীদিনে জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলার অধীনস্থ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটি পুনঃগঠনে বিগত ১৭ বছর যাঁরা জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়ে রাজপথে সক্রিয় ছিলেন তাদেরকে যথাযথ মূল্যয়ন করা প্রয়োজন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত